শিশু অপহরণ, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন
শরীয়তপুরে মাদ্রাসা ছাত্র ওসমান মাতব্বরসহ একের পর এক শিশু অপহরণ, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
আজ বুধবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে জেলার সদর উপজেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও পশ্চিম ভাষানচর হাফেজিয়া মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সেখানে মাদ্রাসা ছাত্র ওসমানসহ সব শিশুদের ধর্ষক ও খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
গত ২৩ জুলাই পশ্চিম ভাষানচর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ওসমান নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যায়। মাদ্রাসায় পৌছে পার্শ্ববর্তী নুতন হাটবাজারে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় ওসমান। নিখোঁজের একদিন পর কীর্তিনাশা নদীর পাড়েরএকটি আখ ক্ষেত থেকে ওসমানের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এছাড়া লাশের চোখও তুলে নেওয়া হয়।
এর আট দিন পর মহাসিন হাওলাদার নামের এক জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এখনো মূল হত্যাকারীদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি।