কক্সবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জনতার মারধরে আহত হয়েছেন আরো একজন।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চকরিয়া পৌরসভার আমাইন্যারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রোকন উদ্দিন (২৬)। তিনি উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের সেকান্দরপাড়ার বাসিন্দা। আহত ওয়াজ উদ্দিনের বাড়ি (২৫) একই ইউনিয়নের লালপুর ঈদমণি এলাকায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ দাবি করে, বৃহস্পতিবার ভোররাতে পাঁচ থেকে ছয়জনের একদল ডাকাত চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী সাহাব উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ডাকাত পড়েছে বুঝতে পেরে বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাঁদের চিৎকারে আশপাশের পাড়ার লোকজন ছুটে আসেন।
এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও রোকন উদ্দিন ও ওয়াজ উদ্দিন স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। পরে স্থানীয় জনতা তাঁদের দুজনকে গণপিটুনি দেয়। এর পর রাতেই তাদের দুজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোকন উদ্দিন মারা যান।
প্রতিবেশীরা জানান, বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছেন প্রবাসী সাহাব উদ্দিন। কয়েক দিন পরই তাঁর বিয়ে হওয়ার কথা রয়েছে। সে জন্য তিনি বিদেশ থেকে বেশ কিছু স্বর্ণালংকারসহ দামি জিনিসপত্র নিয়ে এসেছেন। তাঁদের দাবি, সেইসব অলংকার জিনিসপত্রের খবর পেয়ে ডাকাতরা ওই বাড়িতে এসেছিল।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় আগে থেকেই ডাকাতির মামলা আছে। রোকন উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।