রোহিঙ্গাদের ফিরিয়ে নিন, মিয়ানমারের প্রতি ওআইসি মহাসচিব

রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন।
আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে ওআইসি মহাসচিব এ আহ্বান জানান।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ারও আহ্বান জানিয়ে ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন বলেন, ‘মুসলিম দেশগুলোর জন্য শরণার্থী সমস্যা একটি বড় সমস্যা। এ অঞ্চলের জন্য রোহিঙ্গা সংকট খুবই প্রকট। মিয়ানমার যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালাচ্ছে তা জাতিসংঘ, ওআইসি ও মানবাধিকার সংগঠনগুলো অবহিত আছে।’
এ ছাড়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখারও আহ্বান জানান ওআইসি মহাসচিব।
ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন দুপুর সাড়ে ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছান। এরপর তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জেলা প্রশাসন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
ক্যাম্প পরিদর্শনকালে ওআইসি মহাসচিব মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নির্যাতনের কথা শোনেন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বাকি বিল্লাহ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন গত বুধবার চার দিনের সফরে ঢাকায় আসেন। নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ঢাকা সফর। ঢাকায় তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখার জন্য এবং তাঁদের সঙ্গে ওআইসির একাত্মতা প্রদর্শনের জন্য তিনি কুতুপালং ক্যাম্প ও কক্সবাজারের আশপাশের অঞ্চল ঘুরে দেখেছেন।