ঝালকাঠিতে যুবক গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/06/photo-1502012129.jpg)
ঝালকাঠি সদর উপজেলার একটি সড়ক থেকে সোহাগ শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গাবখান সেতুর টোলঘর এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহাগের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শনিবার রাতে সোহাগ মোটরসাইকেলে করে বাগেরহাট থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে গাবখান সেতুর টোলঘরে এলে তাঁর গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। তখন তাঁকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।
ওসি আরো জানান, সোহাগ শেখ অস্ত্র ব্যবসায়ী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।