সুনামগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদের পোশাক
সুনামগঞ্জে ৭০ জন হতদরিদ্র শিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে শহরের প্রিয়াঙ্গণ কমিউনিটি সেন্টারে ফ্রেন্ডস টার্গেট বন্ধুমহলের সদস্যেদের উদ্যোগে শিশুদের মাঝে এসব পোশাক বিতরণ করা হয়।
এ সময় অ্যাডভোকেট মঞ্জুরুল মোর্শেদ শামীমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন হাসন রাজা ট্রাস্ট্রের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সংগঠক মো. মোজাহিদুল ইসলাম মজনু, শাহ মো. মোশারফ হোসেন, রুহুল আমীন সোহেল, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, আরিব শফিউল্লাহ প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইজাজুল হক চৌধুরী নাসিম।
বক্তারা বলেন, শহরের তরুণদের এ ধরনের কাজে বেশি করে উৎসাহ দেওয়া দরকার। কারণ বর্তমান সমাজে তরুণ প্রজন্ম নানা অপকর্মে লিপ্ত থাকে, তাই এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকলে অনেকাংশে সমাজ থেকে অপকর্ম কমে আসবে। পাশাপাশি এ ধরনের কাজে উৎসাহ দিলে সমাজের বিত্তশালীরা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবে।
এ সময় ফ্রেন্ডস টার্গেট বন্ধুমহলের সদস্য আহমেদ ইমতি মাসুম, আবির রহমান সৈকত, ইমন দোজা, জয়ন্ত কুমার পাল, দিমিজ সৌরভ, আবির, সুমন, শোভন, নিলয়, জয়, আশিক, রাহাত, পারভেজ, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।