সিলেট নগরে ঈদের প্রধান প্রধান জামাতের সময়
ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত সিলেটের বিভিন্ন ঈদগাহ ও মসজিদ। এরই মধ্যে বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটি ঈদুল ফিতরের জামাতের সময়সূচি নির্ধারণ করেছে।
সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন ইমাম ও খতিব মাওলানা আবদুল করিম।
হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আমজদ আহমদ।
হজরত শাহ পরান (রহ.) মাজার ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ গাছ হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান জামাতে ইমামতি করবেন।
এদিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী।
টিলাগড় শাহ মাদানী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি বোরহান উদ্দিন এ জামাতে ইমামতি করবেন। কুশিঘাটে গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
নগরীর রিকাবীবাজারে পুলিশ লাইনস মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৯টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট কালেক্টরেট মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জামেয়া মদিনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদ্রাসার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নগরীর পাঠানটুলা নবাবী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
জাকের পার্টি সিলেট মহানগর শাখার উদ্যোগে রেজিস্ট্রারি মাঠে সকাল সাড়ে ১০টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর কালীঘাটস্থ নবাবী জামে মসজিদে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
নগরীর মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, নগরীর পশ্চিম পীরমহল্লার গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে সকাল সোয়া ৮টায়, দক্ষিণ সুরমা ভার্থখলা ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। লাউয়াই-পিরিজপুর শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, নগরীর বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদে সকাল ৯টায়, বরইকান্দি শাহী ঈদগাহে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
সবগুলো ঈদগাহ ও মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের ঝাড়ু দেওয়ার কাজ।