পাটুরিয়ায় যানবাহনের অপেক্ষায় ফেরি!
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ফেরি। ঈদের মাত্র একদিন আগে এ দৃশ্য বিরল হলেও আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরিঘাটে তা দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ সন্ধ্যায় এনটিভি অনলাইনকে জানান, এ নৌপথে ১০টি রো রো, পাঁচটি ইউটিলিটি (মাঝারি) ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরি যানবাহন পারাপার করে। আজ শুক্রবার সকাল থেকে যানবাহনের তীব্র চাপ থাকলেও দুপুর আড়াইটার পর থেকে যানবাহনের সংখ্যা কমতে থাকে। বিকেল সাড়ে ৫টা থেকে ইফতার পর্যন্ত যানবাহনের অপেক্ষায় ফেরিগুলো দাঁড়িয়ে আছে।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবারও গভীর রাত থেকে ফেরি পারাপারের জন্য ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহনের বাড়তি চাপ ছিল ঘাটে। আজ সকাল সাড়ে ৯টার দিকে যানবাহনের এই দীর্ঘ সারি ক্রমেই বেড়ে পাটুরিয়া টার্মিনাল ছাড়িয়ে ফেরিসংযোগ সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এসব যানবাহন ফেরি পার হয়। এতে ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী ও যানবাহন শ্রমিক।