দরিদ্রদের ভাতা সঠিকভাবে বিতরণের নির্দেশ
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রকৃত প্রতিবন্ধীদের কার্ড প্রদান নিশ্চিতসহ সরকারের ত্রাণসামগ্রী, ভাতা ও আর্থিক সাহায্য সঠিকভাবে দরিদ্রদের বিতরণ করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। তিনি সরকারি ত্রাণসামগ্রী দরিদ্রদের মধ্যে বিতরণে কারো গাফিলতি বরদাশত করা হবে না বলে সংশ্লিষ্টদের হুঁশিয়ার করেন।
আজ শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীর জিগাতলা চররূপপুর গ্রামে প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি কার্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সদস্যদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশে বিভিন্ন বর্ণ, শ্রেণির মানুষ ভেদাভেদহীন ও সহমর্মিতার সঙ্গে বসবাস করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দারিদ্র্যবিমোচনে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মন্ত্রী দুস্থদের সহযোগিতার জন্য স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে মন্ত্রী সাত শতাধিক প্রতিবন্ধী পরিবারের মধ্যে আটা, চাল, চিনি, সেমাই, নগদ অর্থসহ তিন লক্ষাধিক টাকার বিভিন্ন ঈদসামগ্রী বিতরণ করেন।
মন্ত্রী প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ায় উৎসাহ জোগাতে অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সরকার বিনামূল্যে প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, প্রত্যেকের শিশুকে বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করুন। বাংলাদেশের প্রতিবন্ধী শিশুরা সারা বিশ্বে খেলাধুলাসহ প্রতিটি সেক্টরে কৃতিত্ব স্থাপন করছে। আপনার সন্তানকে বিদ্যালয়ে দিন, আপনার সন্তানও একদিন বিশ্বসেরা হবে।’
পরে মন্ত্রী পাকশী জিগাতলার চররূপপুর সেলাই কেন্দ্র, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির নবনির্মিত কার্যালয় পরিদর্শন শেষে সাহাপুর জামে মসজিদসংলগ্ন সাহাপুর বঙ্গবন্ধু স্মৃতি বহুমুখী সমবায় সমিতির তত্ত্বাবধানে আরো ৩০০ দরিদ্র মানুষের মধ্যে চাল, আটা, চিনি, সেমাই, মসলা ও নগদ টাকাসহ দুই লাখ টাকার ঈদের বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি প্রতিবন্ধী ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা সহসভাপতি বশির আহমেদ বকুলের তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতা মোহাম্মদ রশীদুল্লাহ, ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুকুল কুমার মৈত্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম, সাহাপুর বঙ্গবন্ধু স্মৃতি বহুমুখী সমবায় সমিতির সভাপতি আকাল উদ্দিন সরদার উপস্থিত ছিলেন।