বৃষ্টি মাথায় নিয়ে স্বতঃস্ফূর্ত ঈদ
সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। প্রধান ঈদগাহগুলোতে যেতে পড়তে হয়েছে বিপাকে। এরপরও দেশজুড়ে লোকজন আজ শনিবার স্বতঃস্ফূর্তভাবে ঈদ ফিতরের নামাজে অংশ নিয়েছেন। নামাজ শেষে কোলাকুলি করেছেন, কুশল বিনিময় করেছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
মঈনুল হক বুলবুল, সিলেট : ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে। এ ছাড়া হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ ময়দান ও হাজি কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম : প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ ঈদগাহে। সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন প্রবাসীকল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, মেয়র আ জ ম নাসির উদ্দিন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
শ. ম সাজু, রাজশাহী : নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হজরত শাহ মখদুম রুপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এতে অংশ নেন।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : ঈদের প্রধান জামাত টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেন।
আখতার ফারুক শাহীন, বরিশাল : হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের জামাতে সিটি মেয়র আহসান হাবিব কামাল এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমসহ রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
হায়দার আলী বাবু, লালমনিরহাট : জেলার কালীগঞ্জ থানা ঈদগাহ মাঠে সকাল পৌনে ১০টার দিকে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : সিটি করপোরেশনের জামতলা ঈদগাহ মাঠ ও খানপুর হাসপাতাল চত্বরে ঈদুল ফিতরের নামাজের চারটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় এবং সকাল ৯টায় এই নামাজের জামাতে রাজনৈতিক দলের নেতা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সমাজের বিশিষ্টজনরা অংশ নেন।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : জেলা ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারী, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পৌর মেয়র মো. হেলাল উদ্দিনসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি শামসুল হক।
অসীম মন্ডল, সিরাজগঞ্জ : কেন্দ্রীয় খান সাহেবের মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়।
কে এম সবুজ, ঝালকাঠি : কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম এতে ইমামতি করেন। প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ রাজনৈতিক নেতা, শহরের গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলা কোর্ট মসজিদের ইমাম মুফতি হাফেজ হাফিজুর রহমান এতে ইমামতি করেন। নামাজ আদায় করেন জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইমদাদুল হক, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পৌর মেয়র রেজাউল হক সিকদার রাজুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন।
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া : প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়ার কোর্টপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক লোকজনের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
মো. আহসান হাবীব, রাজবাড়ী : জেলার রেলওয়ে মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, পৌর মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। পুরুষদের পাশাপাশি শিশু এবং নারীরাও পৃথকভাবে এই ঈদের জামাতে অংশ নেয়।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ : শহরের পুরাতন কোর্ট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান গনিউল সালাদিন প্রমুখ। নামাজে ইমামতি করেন সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফিজুর রহমান।
ভজন দাস, নেত্রকোনা : সকালে শহরের মোক্তারপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামালের ইমামতিতে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনা হয়। জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার আগত অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক নাজমুল আহসান, পৌর মেয়র এম এ জলিল, জেলা ও উপজেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন মাওলানা রফিকুল ইসলাম।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : সকাল ৯টায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার মসজিদে। জামাতে ইমামতি করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও গাবতলী মাদ্রাসার অধ্যক্ষ সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী। উপজেলা চেয়ারম্যানসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই নামাজে অংশ নেন।
শহরের ব্রাহ্মণদী জামে মসজিদে নামাজ আদায় করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইলাম হীরু, বীরপ্রতীক। জেলা কালেক্টরিয়েট মসজিদে নামাজ আদায় করেন জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামানসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার : সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। এ সময় বক্তব্য দেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জামাতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : আজ শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়। জেলার কোথা কোথাও গুঁড়ি গুঁড়ি ও থেমে থেমে শুরু হয় বৃষ্টি। সকাল ৯টা থেকে জেলা ও উপজেলার প্রধান প্রধান ঈদগাহ মাঠে জামাত শুরু হয়। কোনো কোনো মাঠে তিনটি-চারটি ঈদের জামাতও অনুষ্ঠিত হয়। এ ছাড়া গ্রামে-গঞ্জে মসজিদ সংলগ্ন ও সমতল ভূমিতেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এসব জামাতে অংশ নেন ছোট-বড় নানা বয়সের হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। এই সময় জেলার কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হলে মুসল্লিরা ভিজেই নামাজ আদায় করেন।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। ঈদের জামায়াতে জেলা প্রশাসক মো. আবদুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নামাজে ইমামতি করেন জয়পুরহাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ইমাম মাওলানা আবদুল মতিন।