অতিথি সেজে মেয়েকে খুন, মাকে জখম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/20/photo-1437396226.jpg)
সিলেটের বিশ্বনাথ উপজেলায় অতিথি সেজে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে লন্ডন প্রবাসী মুরাদ আহমদের স্ত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার সন্ধ্যা ৭টায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর পশ্চিমপাড়া খালপাড় এলাকার মৃত হাজি আবদুর রউফের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুজিনা বেগম মৃত আবদুর রউফের মেয়ে ও জগন্নাথপুর উপজেলার সিরামিশি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুরাদ আহমদের স্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যা আনুমানিক ৭টায় অজ্ঞাতনামা চারজন লোক আত্মীয় পরিচয়ে বাড়িতে ঢুকে। তাঁদের হাতে ছিল একটি মিষ্টির বক্স। এরপর তারা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা রাজিয়া বেগম ও তার মেয়ে সুজিনা বেগমকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ সময় সুজিনার ভাই জহির উদ্দিন ঘর থেকে বের চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে ভর্তি করার পর সুজিনা বেগমের মৃত্যু হয়। আর রেজিয়া বেগম মুমূর্ষু অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হোসেন জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়ে এ ঘটনার তদন্ত শুরু করেছেন তিনি।