৭৫ রোহিঙ্গাকে ফেরত, আটক ৩১৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে গতকাল রাতে ৭৫ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, বেশ কয়েকটি নৌকা নিয়ে মিয়ানমারের রোহিঙ্গারা নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। বিজিবি শাহপরীর দ্বীপ বিওপির সদস্যরা দুটি পয়েন্ট দিয়ে ৭৫ মিয়ানমার রোহিঙ্গা মুসলিমকে ঠেকিয়ে দিয়েছে। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
এদিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে মিয়ানমারে ফেরতের অপেক্ষায় রয়েছে ৩১৫ রোহিঙ্গা মুসলিম। বিজিবি জানিয়েছে, আজ ভোরে নৌকায় করে বাংলাদেশের লোকালয়ে আশ্রয় নেওয়ার জন্য সীমান্তের নাফ নদী অতিক্রম করছিল রোহিঙ্গারা। তবে লোকালয়ে প্রবেশ করার আগেই বিজিবি সদস্যরা তাদের ধরে ফেলে।
এসব রোহিঙ্গাকে শুকনো খাবার ও পানি সরবরাহ করেছে স্থানীয়রা। সন্ধ্যায় এদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।