খালেদা জিয়া অনেক লম্ফঝম্ফ করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দোলনের কথা বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনেক লম্ফঝম্ফ করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর এক সাংবাদিক খালেদা জিয়ার আন্দোলনের হুমকি প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘দেখেন, উনি (খালেদা জিয়া) অতীতেও অনেক হুমকি-ধমকি দিয়েছেন, অনেক লম্ফঝম্ফ করেছেন। যে আন্দোলনে মানুষের সম্পৃক্ততা থাকে না, সে আন্দোলন কোনোদিন আন্দোলনে রূপ নেয় না। এই হম্বিতম্বিই সার।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (খালেদা জিয়া) অনেক কিছুই চিন্তা করেন, অনেক কিছুই স্বপ্ন দেখেন। সেগুলো বাস্তবায়নের জন্য এ সমস্ত হুমকি দেন।’ তিনি বলেন, ‘আমাদের হুমকি দিক, আর ধমকি দিক, আমাদের জনগণ এ সমস্ত কিছু পছন্দও করে না, জনগণই এটা প্রতিহত করবে।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তাঁরা প্রথমে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের খুঁজে বের করা প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করার জন্য আমাদের একটা কমিটি রয়েছে। এই কমিটির প্রধান আমাদের আইনমন্ত্রী। তাঁর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, আমরাও রয়েছি।’