রোহিঙ্গা নির্যাতন বন্ধে টেকনাফে হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা, নারী ও শিশু ধর্ষণ বন্ধের দাবিতে কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যংয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ২টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন।
মানববন্ধন শেষে টেকনাফ উপজেলা চাকমা সম্প্রদায়ের উপদেষ্টা ও শিক্ষক খোকন বড়ুয়ার চঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ কুমার বেদাজ্ঞ, আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরী, আবু তাহের, আদিবাসী নেতা মণি স্বপন চাকমা ও আলো চাকামা।
এই মানববন্ধনে হিন্দু, বৌদ্ধ, চাকমা ও মুসলিমসহ হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন খোকন বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মংসাইহ্লাই ও ডা. সুরেশ নাথ।