ওয়ান-ইলেভেনের সুযোগ নেই : হানিফ
দেশে ওয়ান-ইলেভেনের মতো ঘটনা আর ঘটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, যাঁরা এই স্বপ্ন দেখেন তাঁরা ষড়যন্ত্রকারী। তাঁদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আজ শনিবার দুপুরে বাগেরহাট শহরতলির খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মাহবুব-উল-আলম হানিফ এ কথা বলেন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ‘তিনি নিজেই হচ্ছেন পাকিস্তানের এজেন্ট। এ দেশের মানুষকে পেট্রলবোমা মেরে পুড়িয়ে হত্যা করছেন। এটা কোনো রাজনীতির অংশ নয়।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে এ সরকারের কাছ থেকে দাবি আদায় করা যাবে না। পেট্রলবোমায় নিহতদের দায়ভার খালেদা জিয়া স্বীকার করলে, তারপর সরকার সংলাপ বা অন্যকিছুর চিন্তা করবে। আর সন্ত্রাসীদের যেভাবে দমন করা হয় শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সেভাবেই তাদের শক্ত হাতে দমন করবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি, তালুকদার আবদুল খালেক এমপি, রাকসুর সাবেক ভিপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল এমপি, আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন প্রমুখ।
সর্বশেষ ২০০৫ সালের ৭ এপ্রিল বাগেরহাট জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।