কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ দিতে বিএনপিকে বাধার অভিযোগ

কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ দিতে আসা বিএনপির প্রতিনিধিদলকে প্রশাসন বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার বেলা ৩টার দিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি একটা জনমত তৈরি করল, সেই জনমত তৈরি করার ফলে আজকে আওয়ামী লীগ এখানে আসতে বাধ্য হয়েছে। এই সরকার এখানে আসতে বাধ্য হয়েছে। আজকে আমাদের না যেতে দেওয়ার কারণ হলো-এক নম্বর হলো : এত বড় ত্রাণের বহর নিয়ে কোনো রাজনৈতিক দল কক্সবাজার আসে নাই, বিএনপি ছাড়া। এটা দেখে তারা একটা অস্বস্তিতে পড়ে গেছে। এখন যদি বলেন প্রধানমন্ত্রী এসেছেন, ওবায়দুল কাদের সাহেব এসেছেন। ওনারা তো মন্ত্রী, সরকারের পক্ষ থেকে এসেছেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপির আগে কেউ রোহিঙ্গাদের পাশে দাঁড়ায় নাই। বিএনপি নেত্রী খালেদা জিয়ার আগে কেউ, বাংলাদেশের কেউ রোহিঙ্গাদের নিয়ে কথা বলে নাই। এই রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে কথা বলে নাই। এই কারণে তারা আজকে আমাদের বাধা দিয়েছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ড্যাবের সভাপতি এ জে এম জাহিদুরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।