‘মারা গেলে এদের দাফনের ব্যবস্থাও পর্যন্ত এখানে নেই’
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিএনপির নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক গতকাল বুধবার পুলিশ কেন আটকে দিয়েছিল তা এখনো বুঝতে পারছেন না দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ বৃহস্পতিবার উখিয়া উপজেলার ঘুমধুম এলাকায় রোহিঙ্গাদের একটি অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসে এনটিভি অনলাইনকে এ কথা জানিয়েছেন বিএনপির এই নেতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার।
মির্জা আব্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘বুঝতে পারলাম না আমাদের কেন বাধা দিল। এখানে এসে দেখলাম বিভিন্ন সংস্থা বিভিন্ন রাজনৈতিক দল ত্রাণ দিচ্ছে। তাহলে আমাদের সমস্যা কোথায়? এরশাদ সাহেব আজকে এসেছেন এখানে। তাঁর জন্য দুইটা মঞ্চ করা হয়েছে। অথচ আমাদের এক রকম বাধা দেওয়া হলো।’
ক্যাম্প পরিদর্শনে এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন বিএনপির এই নেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখানকার রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেছি। এরা এখনো সরকারি সহযোগিতা পায়নি। মারা গেলে এদের দাফনের ব্যবস্থা পর্যন্ত এখানে নেই। স্থানীয় লোকজন এদের দারুণভাবে সহযোগিতা করছে, অভূতপূর্ব সহযোগিতা করছে। স্থানীয় লোকজনের সহায়তা না পেলে হয়তো তারা দুর্দশায় থাকত।’
এ সময় সেখানে উপস্থিত উখিয়া উপজেলার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীকে দেখিয়ে মির্জা আব্বাস বলেন, তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে এই রোহিঙ্গাদের যতটুকু সহযোগিতা লাগে তা করতে। এজন্য প্রথমেই দলের পক্ষ থেকে শৌচাগারের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
এর আগে গতকাল রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়া বিএনপির ২২টি ত্রাণবাহী ট্রাক পুলিশ আটকে দেয়।