সাতক্ষীরায় ‘শিবির নেতা’ গ্রেপ্তার

সাতক্ষীরার সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার হওয়া আবু রায়হান। ছবি : এনটিভি
সাতক্ষীরায় আবু রায়হান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, গ্রেপ্তার হওয়া যুবক আবু রায়হান শিবিরের একজন নেতা। জেলা পর্যায়ের ছাত্রশিবিরের তালিকায় তাঁর নাম রয়েছে। আবু রায়হানের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় সহিংসতা ও নাশকতার দুটি মামলা রয়েছে।
ওসি আরো জানান, আবু রায়হান দীর্ঘদিন পলাতক থেকে সম্প্রতি বাড়ি এসে নাশকতার লক্ষ্যে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।