রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

রোহিঙ্গাদের জন্য রেড ক্রিসেন্টের ত্রাণ নিয়ে যাওয়ার পথে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ট্রাক খাদে পড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চাকঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।
ইউপি চেয়ারম্যান আরো বলেন, রেড ক্রিসেন্টের একটি ট্রাক চাকঢালা সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন- জলিল আহমদ (৪৫), সুলতান আহমেদ (৫২), আব্দুল্লাহ (৩৮), সুরুত আলম (৩৫), সুদশর্ন বড়ুয়া (৪৮), সৈয়দুল আমীন (৩০), আবদুল মাবুদ (৩০), মোহাম্মদ আবদুল্লাহ (১৭) এবং হামিনুল হাকিম (১৪)। নিহত ব্যক্তিদের সবারই বাড়ি নাইক্ষ্যংছড়ি।
জেলা রেডক্রিসেন্ট ইউনিট বান্দরবানের সেক্রেটারি এ কে এম জাহাঙ্গীর বলেন, চাকঢালা সীমান্তের তিনটি পয়েন্টে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রি নিয়ে যাচ্ছিল গাড়িটি।
নিহত নয়জনের মধ্যে সাতজন শ্রমিক এবং দুজন স্থানীয় শিশু বলে জানান জাহাঙ্গীর। তিনি বলেন, শিশুরা রোহিঙ্গাদের দেখতে যেতে ট্রাকে উঠেছিল।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।