কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের দুই সাংবাদিকের জামিন

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ‘খবর সংগ্রহ করতে’ এসে কক্সবাজারে গ্রেপ্তার হওয়া মিয়ানমারের দুই সাংবাদিক জামিনে মুক্তি পেয়েছেন।
আজ শনিবার পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
চলতি মাসের শুরুতে কক্সবাজার সীমান্ত এলাকায় গ্রেপ্তার হয়েছিলেন মিনজায়ার ও এবং হকুন লাত নামের দুই সাংবাদিক। তাঁদের জামিনের বিষয়ে রঞ্জিত কুমার বড়ুয়া নামের পুলিশের এক কর্মকর্তা ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আদালত তাঁদের জামিন দিলেও তাঁরা এই মুহূর্তে নিজ দেশে ফিরতে পারবেন না।’
রঞ্জিত জানান, ওই দুজনের দেশে ফেরা নিয়ে আগামী সপ্তাহে আদালতে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
গ্রেপ্তার দুজনের বিষয়ে গুপ্তচরবৃত্তির কোনো অভিযোগ আছে কি না, জানতে চাইলে রঞ্জিত বড়ুয়া বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়নি।
ওই দুই সাংবাদিকের পক্ষের একজন আইনজীবীও জামিনের বিষয়টি জানিয়েছেন। তবে এর বেশি কিছু বলেননি তিনি।
পুলিশ জানিয়েছে, পর্যটক ভিসায় এসে এই দুই সাংবাদিক জার্মানির একটি সাময়িকীর হয়ে কাজ করছিলেন। এ কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ও একটি সেনা ক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। সে সময় থেকে রাখাইনে সেনা অভিযান শুরুর পর চার লাখ ২৯ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সহিংসতা শুরুর পর থেকে মিয়ানমারের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় বাহিনী ও স্থানীয় বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছে চার শতাধিক রোহিঙ্গা।