ক্ষমতাসীন দলের একগুঁয়েমির কারণে রোহিঙ্গারা দুর্দশায় : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি দলের একগুঁয়েমি প্রবণতার কারণে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ তৎপরতায় সর্বক্ষেত্রে দুর্দশার মধ্যে পড়তে হয়েছে।
রিজভী বলেন, দ্রুত ত্রাণ দেওয়ার জন্য আরো ভালো ম্যানেজমেন্টের (ব্যবস্থাপনা) দরকার ছিল। সেটা সরকার করেনি। এ কারণে রোহিঙ্গা নারী ও শিশুরা চরম দুর্দশায় পড়েছে।
আজ শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রিজভী অভিযোগ করে বলেন, ‘বিএনপির ২২ ট্রাক ত্রাণ আসতে দেওয়া হয়নি। প্রত্যেকটি জায়গায় যেন একধরনের একগুঁয়েমি। আমরাই পারি, আমরাই করব, কাউকে দেব না—এই যে প্রবণতা, এই প্রবণতার কারণেই বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে এদের অনেক মানুষ আরো দুর্দশার মধ্যে পড়েছে।’
রোহিঙ্গাদের সাহায্যার্থে দেশের সব সচ্ছল মানুষের এগিয়ে আসা উচিত বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ত্রাণতৎপরতায় সবাইকে সুচারুরূপে সুযোগ দেওয়া দরকার।
রিজভী দুপুর থেকে বিকেল পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং তাদের দুঃখ-দুর্দশা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সভাপতি শাহ্জাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।