ময়মনসিংহে বাড়িঘরে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ
ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়ায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ সময় তারা হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি নিরাপত্তার দাবিও জানায়।
আজ শনিবার বিকেলে ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোডে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। আধাঘণ্টা সড়ক অবরোধের পর ক্ষতিগ্রস্ত পরিবারের নারী-পুরুষরা পুলিশের আশ্বাসে বাড়ি ফিরে যায়।
বিক্ষোভ সমাবেশে ক্ষতিগ্রস্তরা দাবি করেন, চর ঈশ্বরদিয়া বেড়িবাঁধ এলাকার সরকারসমর্থক সেলিমের সঙ্গে আসাদুজ্জামান জামালের ঠিকাদারি নিয়ে বিরোধ রয়েছে। গত বৃহস্পতিবার রাতে সেলিম তাঁর সমর্থকদের নিয়ে জামাল সমর্থকদের অর্ধশত বাড়িঘরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এ ব্যাপারে গতকাল শুক্রবার আসাদুজ্জামান জামাল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করলে সেলিমের সমর্থকরা ওই দিন আবার হামলা ও ভাঙচুর করে। ওই মামলায় সেলিমকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আসাদুজ্জামান জামাল জানান, সেলিম ও তাঁর সমর্থকদের ভয়ে এলাকার অনেক লোক বাড়ি ছেড়ে চলে গেছেন। পরিবারের নারীরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, বাড়িঘর ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
তবে এ ব্যাপারে সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, সেলিম আর জামালের মধ্যে দ্বন্দ্বে এলাকার নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।