ঢাকা-আরিচা সড়কে যানজট, দুর্ভোগ
ঈদের পর ঢাকা-আরিচা মহাসড়কে সংস্কারকাজ চলায় তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকায় দুর্ভোগে পড়েছেন বাসযাত্রীরা।
urgentPhoto
আজ রোববার সকালে একাধিক বাসযাত্রী এনটিভি অনলাইনকে জানান, গত দুই বছর সামান্য বৃষ্টিতেই সাভারের নিউমার্কেটের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সাভার বাসস্ট্যান্ড থেকে রেডিও কলোনি পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ইট-সুরকি দিয়ে সাময়িকভাবে সড়কটির একটি অংশ সামান্য উঁচু করা হলেও দুর্ভোগ কমেনি।
এদিকে, স্থানীয় লোকজন ও পথচারীরা বলছেন, বছরজুড়ে নজরদারি ও সংস্কারকাজ না করায় সড়কটির বেহাল দশা হয়েছে। আবার যানবাহনের তীব্র চাপের মধ্যেও সেভাবে গতি পাচ্ছে না সংস্কারকাজ। মন্থরগতিতে চলার কারণে দুর্ভোগ আরো বেড়েছে। ফলে যানজট চরম আকর ধারণ করেছে এবং দুর্ভোগে পড়েছে ঢাকায় ফেরা লোকজন।
মোতালেব হোসেন নামের দূরপাল্লার একটি বাসের চালক জানান, সাভারে তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি বলেন, সংস্কারকাজের কারণে মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
রোকসানা হায়দার নামের এক বাসযাত্রী বলেন, ‘সাভারে এসে দেড় কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে আধা ঘণ্টা থেকে ৫০ মিনিট। দুর্ভোগ আমাদের নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান বলেন, মহাসড়কে দুর্ভোগ কমাতে মন্ত্রীর নির্দেশে সংস্কারকাজ শুরু করা হয়েছে। দ্রুত সংস্কারকাজ শেষ করা হবে।
সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক ফরহাদ হায়দার বলেন, যানবাহনের চাপের মধ্যে সড়কের মেরামতকাজ শুরু হওয়ায় সাভারে যানজট হচ্ছে। তিনি বলেন, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।