ত্রাণ নিয়ে অনিয়ম সহ্য করা হবে না : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ নিয়ে কোনো অনিয়মের অভিযোগ নেই। তিনি বলেন, ‘ত্রাণ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা করা হবে না। ত্রাণ নিয়ে এ যাবৎ একমাসে কোনো অনিয়মের অভিযোগ নেই।’
আজ সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরনার্থীদের ত্রাণ বিতরণ, নলকূপ স্থাপন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব জনমত আজ শেখ হাসিনার সরকারের পক্ষে। বাংলাদেশের জনমতও কিছু স্বার্থান্বেষী মহল ছাড়া বাংলাদেশের জনমতও শেখ হাসিনার সরকারের পক্ষে। প্রধানমন্ত্রী পাঁচ দফা পেশ করেছেন জাতিসংঘে। সে পাঁচদফার পক্ষে সারা দুনিয়ায় জনমত সৃষ্টি হচ্ছে। জনমতের চাপের মুখে শেষ পর্যন্ত মিয়ানমার সরকারকে তাদের নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নিতে হবে।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘পর্যাপ্ত ত্রাণ মওজুদ আছে। এ পর্যন্ত না খেয়ে কোনো রোহিঙ্গা মারা যায়নি।’
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।