এইচআইভি আক্রান্ত দুই রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে দুজনের এইচআইভি পজিটিভ শনাক্ত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। ছবি : এনটিভি
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে দুজনের এইচআইভি পজিটিভ শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি শনাক্ত করেন। গতকাল রোববার রাতে তাঁদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এইচআইভি পজিটিভ আক্রান্ত ওই দুই রোহিঙ্গা হলেন মো. শাহজাহান (৬০) ও ছন কাতুন (৫০)। তাঁরা দুজনই মিয়ানমারের মংডু থেকে এসেছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জালাল উদ্দিন জানান, মিয়ানমার থেকে আসা দুই রোহিঙ্গার শরীরে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া ১৪৫ জন রোগীর মধ্যে ছয়জন মারা গেছে। পাঁচজন পালিয়ে গেছে। বাকি ৫৬ জন সুস্থ হয়ে কক্সবাজার ক্যাম্পে ফিরে গেছে।
এ ছাড়া রোববার রাতে সাপের কামড়ে অসুস্থ নূর হাকিম নামে এক যুবককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।