জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস নাছিরের
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন আ জ ম নাছির উদ্দিন । তিনি বলেছেন, সিটি করপোরেশনে যেকোনো অনিয়ম দুর্নীতির ব্যাপারে তাঁর অবস্থান হবে জিরো টলারেন্স। চট্টগ্রাম মহানগরীর অন্যতম সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধানেরও আশ্বাস দেন তিনি।
আজ রোববার সকালে সিটি করপোরেশন মিলনায়তনে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র নাছির উদ্দিন। একই সঙ্গে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত আসনের কাউন্সিলররাও দায়িত্ব নেন।
গত ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় । এরপর ৬ মে মেয়র ও কাউন্সিলররা শপথ নিলেও মেয়াদ সংক্রান্ত আইনি বাধ্যবাধকতার কারণে ২৬ জুলাই দায়িত্ব গ্রহণের সময় নির্ধারিত হয় । এ উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় মিলাদ ও দোয়া শেষে মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন । এরপর বক্তব্য দেন মেয়র ।
এ সময় প্রথম কাজ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা জানান আ জ ম নাছির উদ্দিন । মেয়াদকালে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়ে নগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন ।