ভোলায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ, জেলে নিখোঁজ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল থাকায় আজ রোববার সকাল থেকে ভোলা-লক্ষ্মীপুর পথে ফেরি ও সব পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারী শত শত যাত্রী ও যানবাহন চালকরা। ঈদের ছুটি শেষে কর্মস্থলের উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা আটকা পড়েছেন। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক গাড়ি।
এদিকে দৌলতখান উপজেলায় মাছ ধরার ট্রলার উদ্ধার করতে গিয়ে মো. আজাদ (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিখোঁজ হন। আজাদের বাড়ি চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া গ্রামে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বলেন, ঝড়ের কবলে পড়ে দৌলতখান লঞ্চঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে পন্টুনে ওঠানামার সিঁড়ি। এ সময় নদীর পাড়ে ভেড়ানো অবস্থায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ট্রলারটি উদ্ধার করতে গেলে আজাদ ঢেউয়ের তোড়ে ভেসে যান।
এ ব্যাপারে ফেরির দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) ঘাট ব্যবস্থাপক মো. আবুল আলম জানান, মেঘনা নদী উত্তাল থাকায় ফেরি চলাচল করতে পারছে না। তাই ভোলা-লক্ষ্মীপুর পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।