টেকনাফে বোমাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফে বোমাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ওই যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শফিকুল ইসলাম (২৫)। জানা যায়, শফিকুল মিয়ানমার রাখাইনের মংডু থানার ঢেকিবনিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হোয়াইক্যং কেরুনতলীতে নতুন করে গড়া ওঠা রোহিঙ্গা বস্তি থেকে হেঁটে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়ার নেতৃত্বে টহলদল একটি বোমাসহ রোহিঙ্গা যুবক শফিকুলকে আটক করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, আটক ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।