ইনানীতে নৌকাডুবি : আরো ৫ রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় আরো পাঁচ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার ১৬ জনের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে ছিল ১১ শিশু ও পাঁচ নারী।
ইনানী পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা স্টালিন বড়ুয়া এ তথ্য জানিয়ে বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাবোঝাই নৌকাটি বঙ্গোপসাগরের ইনানী সৈকত পয়েন্ট পর্যন্ত পৌঁছালে ঢেউয়ের আঘাতে সেটি ডুবে যায়। এখন পর্যন্ত উদ্ধার হওয়া ২১ জনকে আজ বেলা ১১টার দিকে ইনানী সৈকতের পাশে দাফন করা হয়েছে।
স্টালিন বড়ুয়া জানান, গতকাল স্থানীয়দের সহায়তায় ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে এখনো কাজ চলছে।
আলজাজিরার এক খবরে জানা যায়, গত বুধবার রাতে রাখাইন রাজ্যের রাথেডংয়ের গো জোন ডিয়া গ্রাম থেকে অন্তত ১০০ জন বাংলাদেশে আসছিলেন। নৌকায় পালিয়ে আসা ওই ১০০ জনের মধ্যে একজন ছিলেন ২২ বছর বয়সী রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম।
নুরুল ইসলাম জানান, ১০০ জনের ওই নৌকায় তাঁর মা, স্ত্রী ও সন্তান ছিল। একই সঙ্গে সেখানে তাঁর বোন ও তিন সন্তান ছিল। তিনি আশঙ্কা করছেন, তাদের সবাই মারা গেছে।
নুরুল বলেন, ‘আমার ছেলেকে ধরে রাখতে রাখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে ধরে রাখতে পারিনি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ২৭ বছর বয়সী বিলাল উদ্দিন আলজাজিরাকে বলেন, ‘আমি দেখছিলাম, অনেকে ডুবে যাচ্ছে। আমি কাউকে রক্ষা করতে পারিনি। তিনজনের লাশ উদ্ধার করেছি।’