এই মুহূর্তে মিয়ানমারের গণহত্যা বন্ধ করতে হবে : মতিয়া চৌধুরী

মিয়ানমারে চলমান সহিংসতা ও গণহত্যা এই মুহূর্তে বন্ধ করে রোহিঙ্গাদের সে দেশে ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
আজ শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে ত্রাণ বিতরণকালে কৃষিমন্ত্রী এ আহ্বান জানান।
মতিয়া চৌধুরী বলেন, ‘মিয়ানমারের গণহত্যা বন্ধ করতে হবে। ইমিডিয়েটলি, এই মুহূর্ত থেকে। রোহিঙ্গারা ওই দেশের নাগরিক। তারা ওই দেশেই ফেরত যাবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা এই আহ্বান জানাব যে তারা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করুক। একই সঙ্গে আমাদের যে পাঁচ দফা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষণা করেছেন, সেটাই হবে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত যাওয়ার মূল ভিত্তি। ওইটা ফলো করেই আগাতে হবে। আজকে নানা দেশ নানা কথা বলতে পারে, কিন্তু তাদের যদি মানবিকতা থাকে, তারা যদি এই ভূখণ্ডের মানুষ হয়ে থাকে, অবশ্যই শেখ হাসিনার কথাতে আসতে হবে। শেখ হাসিনা আগেও অনেক বড় বড় সমস্যার সমাধান করেছেন। যেটা কেউ করতে পারে নাই। আজকেও তিনি পৃথিবীর বুকে উদাহরণ সৃষ্টি করতে পারবেন বলে আমি, আমরা, এই দেশের মানুষ দৃঢ়ভাবে তাঁর ওপর আস্থা রাখে।’
কৃষিমন্ত্রী বলেন, মিয়ানমারের এ অমানবিক আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বোচ্চার হতে হবে। মিয়ানমার যেন রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ফিরিয়ে নেয় এ ব্যাপারে আন্তর্জাতিক মহলকে চাপ সৃষ্টি করতে হবে।
এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।