পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের ঠেলে দেওয়া হচ্ছে : খসরু

টেকনাফের উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন স্থানে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : এনটিভি
পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার বিকেলে টেকনাফের উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন স্থানে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন আমীর খসরু।
আমীর খসরু বলেন, পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার এ অবস্থায় শক্তিধর দেশগুলোকে কাছে আনতে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে ক্রমান্বয়ে বিদেশে বন্ধুহীন হয়ে যাওয়ায় দেশে আসা রোহিঙ্গারা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, অবিলম্বে জাতীয় ঐক্য করে কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল।