‘সরকার যত দ্রুত সাড়া দিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী ও তাদের দোসরদের গণহত্যা-ধর্ষণ থেকে জীবন নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে দ্রুত সাড়া দিয়েছে সরকার। তাদের আশ্রয় ও মানবিক সাহায্য দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের সাহায্যের অর্থ হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বে এযাবৎ যত শরণার্থী সংকট হয়েছে, বাংলাদেশ যত দ্রুত রেসপন্স (সাড়া) করেছে, দ্রুত মানবিক সাহায্য দিয়েছে, আশ্রয় দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। ম্যাজিক হলো শেখ হাসিনার নেতৃত্ব। এখানে ম্যাজিক হচ্ছে, শেখ হাসিনার সময় উপযোগী সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্ট্রিট সিস্টেমের (সড়ক ব্যবস্থা) জন্য ৫০০টি সোলার প্যানেল ও সোলার লাইট আর হোম সিস্টেমের (বাড়িঘর) জন্য দুই হাজার সোলার প্যানেল সেখানে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হয়েছে। আশা করছি, দু-একদিনের মধ্যে কাজ শুরু হবে। আর এতে মোট ব্যয় হবে দুই কোটি ৮৫ লাখ।’
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের ২০ লাখ টাকা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু ব্যক্তিগতভাবে দেওয়া ১০ লাখ টাকাসহ ত্রাণ গ্রহণ করেন সেতুমন্ত্রী। পরে অর্থ-সহায়তার টাকা ও ত্রাণ জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন মন্ত্রী।
পরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে চট্টগ্রাম সিটি করপোরেশনের দেওয়া ত্রাণ দুই হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে বিতরণ করেন কাদের।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।