‘আওয়ামী লীগ মানবতার পাশে দাঁড়াতে বাধ্য হয়েছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশের মানুষ একযোগে জেগেছে বলে চাপে পড়ে আওয়ামী লীগ মানবতার পাশে দাঁড়াতে বাধ্য হয়েছে। আজ সোমবার সকালে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, মিয়ানমার যখন রোহিঙ্গাদের ওপর চরম অত্যাচার-নির্যাতন চালাছে, ঠিক তখন এপারের সীমান্তে হাজার হাজার অসহায় নারী-পুরুষদের ঢুকতে না দিয়ে অমানবিকতার পরিচয় দেওয়া হয়েছে। তারা মিয়ানমার সরকারের দমনপীড়নের একই নীতিতে যখন অবস্থান নেয়, ঠিক তখন সারা দেশের মানুষ একযোগে জেগেছে বলে চাপে পড়ে আওয়ামী লীগ রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাধ্য হয়েছে।
বিএনপি নেতা আরো বলেন, আওয়ামী লীগ এখন ত্রাণের রাজনীতি করছে। রোহিঙ্গাদের অবস্থান নেওয়া এলাকায় কারো মানবিক সহায়তার ব্যানার থাকলে তা সরকারি লোক ও দলের নেতাকর্মীদের দিয়ে ছিঁড়ে ফেলছে। তিনি বলেন, তারা অন্যের ত্রাণে নিজেদের নামে ব্যানার ঝুলিয়ে বিতরণ করে এখন ব্যানারের রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগের কূটনৈতিক তৎপরতায় চরম ব্যর্থতার ফলে দেশে আজ রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ও জেলা সভাপতি শাহাজান চৌধুরী।