সব রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে রাখা হবে : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা সব রোহিঙ্গাকে সাময়িকভাবে টেকনাফের কুতুপালং ক্যাম্পে রাখা হবে। যাতে যখন তাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে, তখন কোনো সমস্যা না হয়।
মন্ত্রী জানান, ক্যাম্পের পরিধি বাড়ানো হয়েছে এবং নতুন শেড নির্মাণ করা হচ্ছে।
আজ মঙ্গলবার টেকনাফের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী। এর আগে তিনি বান্দরবান থেকে কুতুপালং ক্যাম্পে ফিরিয়ে আনা রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ ও শেড বুঝিয়ে দেন।
ত্রাণমন্ত্রী বলেন, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িসহ বিভিন্ন স্থানে অবস্থান করা রোহিঙ্গাদের কুতুপালং ক্যাম্পে আনা হচ্ছে। বান্দরবানে পালিয়ে গিয়ে ১৭ হাজার রোহিঙ্গা আশ্রয় নেয়। ২৫টি জায়গায় রোহিঙ্গারা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে গিয়ে স্থানীয় পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সামাজিকভাবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।
পরে ক্যাম্পের বিভিন্ন পরিষেবার উন্নয়নকাজ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব শাহ কামাল, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক সৈয়দ এম এ হাসেম।