রোহিঙ্গা ক্যাম্পে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও সেনাপ্রধান

কক্সবাজারের উখিয়ায় বালুখালীর ২ নম্বর ক্যাম্পে বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। ছবি : এনটিভি
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা কক্সবাজারের উখিয়ায় যান। এ সময় বালুখালীর ২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ এবং সেনাবাহিনী পরিচালিত চিকিৎসাশিবির পরিদর্শন করেন।
এ সময় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাকসুদুর রহমানসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উভয়েই সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।