বেনাপোলে স্বর্ণালংকারের তথ্য গোপন করায় যাত্রী আটক

নয় ভরি স্বর্ণালংকার লুকিয়ে ভারতের যাওয়ার সময় যশোরের বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্টে আজ মঙ্গলবার এক যাত্রীকে আটক করে বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান, আটক যাত্রী সুমন দাসের বাড়ি চট্টগ্রামের পাথরঘাটা এলাকায়।
সুমন দাস জানান, তিনি ১২ বছর মধ্যপ্রাচ্যে অবস্থান করার পর দেশে ফিরেছেন। সোনা কেনায় তাঁর বৈধ কাগজপত্র রয়েছে। তাঁর স্ত্রী ও সন্তানরা কলকাতার বিরাট শহরে অবস্থান করায় নয় ভরি স্বর্ণালংকার নিয়ে তিনি সেখানে যাচ্ছিলেন।
সুমন দাবি করেন, ব্যাগেজ রুল সম্পর্কে শুল্ক বিভাগ তাঁকে কোনো ধারণা না দেওয়ায় তিনি বিপদে পড়েছেন।
বেনাপোলে দায়িত্বরত বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, একজন যাত্রী তাঁর ব্যবহৃত সর্বোচ্চ ২ ভরি স্বর্ণালংকার বহন করতে পারবেন। কিন্তু পাসপোর্টধারী যাত্রী সুমন এর বেশি স্বর্ণালংকার বহন করেন এবং তা ব্যাগে বিশেষভাবে লুকিয়ে রাখেন। তিনি অতিরিক্ত স্বর্ণ থাকার তথ্যও গোপন করেন। এ কারণে তাঁকে আটক করা হয়েছে।