১৮ বছর পর কাউন্সিল, তবু কমিটি হলো না
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/28/photo-1438102891.jpg)
১৮ বছর পর আজ মঙ্গলবার মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। চার ঘণ্টাব্যাপী কাউন্সিল অনুষ্ঠান হলেও কমিটি ঘোষণা না করেই মহিলা আওয়ামী লীগের নেত্রীরা চলে যান।
বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলে উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) ফরহাদ হোসেন এনটিভি অনলাইনকে জানান, ১৮ বছর পর আজ জেলা মহিলা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে। অনেক দিন পর কাউন্সিল হওয়ায় এখানে কমিটি ঘোষণা করলে হৈচৈ বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারত। সে কারণে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রীরা ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
এর আগে আজ দুপুর ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পিনু খান এমপি। প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুননেছা। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা হিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমীন।
সম্মেলনের উদ্বোধক পিনু খান বলেন, দেশ যখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে তখন দেশের একটি কুচক্রী মহল রাস্তায় মানুষ ও যানবাহন পুড়িয়ে দেশের সম্পদ ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে। কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়নে বাধা হতে পারবে না। জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয় রাষ্ট্রীয় সম্পদগুলো। অথচ তারা এসব সম্পদ ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে।
বিকেল ৪টায় নতুন কমিটি ঘোষণা না করেই কাউন্সিল শেষ করা হয়।