রোহিঙ্গা বহনকারী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১২

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত নাফ নদের মোহনার গোলাপচর পয়েন্ট থেকে এসব লাশ উদ্ধার করা হয় এনটিভি অনলাইনকে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন চৌধুরী।
কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন জানান, ভোরে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১২ রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে।
তবে নিখোঁজের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হচ্ছে, অর্ধশত রোহিঙ্গা এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ অভিযান চালাচ্ছে।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নতুন করে রাষ্ট্রীয় সহিংসতা শুরুর হলে জীবন বাঁচাতে তারা বাংলাদেশে আসতে থাকে। মিয়ানমার-বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদে ঝুঁকি নিয়ে ট্রলার, নৌকায় করে পারাপার হতে গিয়ে নৌযান ডুবে যাওয়ার ঘটনা ঘটছে। ২৫ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত অন্তত ৩০টি নৌযানডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শতাধিক রোহিঙ্গা মারা গেছে।