কোমেন মোকাবিলায় সতর্ক সাতক্ষীরা

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় কোমেন ও এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের আশঙ্কায় সাতক্ষীরার উপকূলীয় এলাকাজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদীতে থাকা ট্রলার ও জেলে নৌকাগুলোকে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া স্থানীয় অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রস্তুত রাখা হয়েছে ৭২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। সে সঙ্গে উপকূলের আশপাশের স্কুল-কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করে প্রয়োজনে ব্যবহারের জন্য ফাঁকা রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ ধরনের ২২টি সিদ্ধান্ত জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে আরো জানানো হয়, দুর্যোগপ্রবণ এলাকায় মানুষকে সরিয়ে নিতে নৌকা ও ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) হিসেবে উদ্ধার কমিটি, মেডিকেল টিম, শুকনা খাবার, পানিসহ জীবন রক্ষার প্রয়োজনীয় সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এস এম এহতেশামুল হক জানান, জেলা শহরসহ সাতটি উপজেলায় একটি করে নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়েছে। এ ছাড়া মনিটরিং সেল গঠন করা হয়েছে। মসজিদের মাইক ব্যবহার করে সতর্ক করা হচ্ছে জনগণকে।
এ ছাড়া শ্যামনগর ও আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে লাল পতাকা উড়িয়ে জনগণকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানকার ৩৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে।