নারায়ণগঞ্জে ট্রেনে আগুন, পুড়ল ২ বগি
নারায়ণগঞ্জ রেলস্টেশনে দাঁড়ানো একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির দুটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে রাতে নারায়ণগঞ্জ রেলস্টেশনে আসে। ট্রেন থামার পর যাত্রীবেশী দুর্বৃত্তরা সিটে আগুন দেয়। এর কিছু পরেই ট্রেনের দুটি বগিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে—জানতে চাইলে মহিদ উদ্দিন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও যাত্রীবেশে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যাত্রীবেশে আগুন দিয়ে থাকলে তাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বগি পুড়িয়ে দেওয়ার ঘটনায় কমলাপুর জিআরপি থানায় একটি মামলা করেছে রেল পুলিশ।