গাজীপুরের বাসে আগুন, আটক ৭
গাজীপুরের সদর উপজেলার তেলিপাড়া এলাকায় শ্রমিকবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, অগ্নিকাণ্ডে বাসের অধিকাংশ অংশ পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি রাস্তার পাশে দাঁড়ানো ছিল বলেও জানান তিনি।
পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, রোববার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির সাত কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে জয়দেবপুর থানায় চারজন, কালিয়াকৈর থানায় দুজন ও শ্রীপুর থানায় দুজন আছেন।