কারেন্ট জাল কেনায় দুজনকে দণ্ড
মেহেরপুরের গো-হাটে বিক্রি করার সময় নিষিদ্ধ ঘোষিত দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় কারেন্ট জাল বিক্রেতা পালিয়ে গেলেও জাল কেনার দায়ে দুই ক্রেতাকে সাত দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক শফিকুল আলমের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা।
দণ্ড পাওয়া দুজন হলেন মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের রূপচাঁদ আলী (৩৬) ও একই গ্রামের আব্দার আলী (৫০)।
জেলা প্রশাসক শফিকুল আলম জানান, শহরের গো-হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই হাজার কারেন্ট জাল ফেলে বিক্রেতা পালিয়ে যান। তবে দুটি জালসহ ক্রেতা রূপচাঁদ ও আব্দারকে আটক করা হয়। পরে ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য সংরক্ষণ আইনে আটক দুই ক্রেতাকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতে সাত দিন করে কারাদণ্ডাদেশদেওয়া হয় বলেও জানান জেলা প্রশাসক।