নেত্রকোনায় অটোরিকশার ধর্মঘট
দেশের মহাসড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, নসিমন-করিমন ধরনের যান চলাচল নিষিদ্ধের প্রতিবাদে নেত্রকোনায় ধর্মঘট পালন করেছে সিএনজিচালিত অটোরিকশার চালকরা। সেইসঙ্গে জেলার ভেতরেও বাস শ্রমিকরা অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
আজ মঙ্গলবার থেকে নেত্রকোনা জেলা অটোটেম্পো ও সিএনজিচালক শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ সড়কেও তিন চাকার যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দুপুরে ইউনিয়নের নেতারা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের কাছে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, ‘মহাসড়ক ছাড়াও জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও বাস শ্রমিকদের বাধায় তারা তিন চাকার যান চালাতে পারছেন না। তাই অবিলম্বে এ সমস্যা সমাধান করতে হবে।’
জেলা অটোটেম্পো ও সিএনজিচালক শ্রমিক ইউনিয়নের সম্পাদক বিল্লাল শেখ জানান, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।