তাল কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণ, চার শিশু আহত

যশোরের অভয়নগর থানায় তাল কুড়াতে ককটেল বিস্ফোরণে চার শিশু আহত হয়েছে। তারা হলো মুন্না (১১), আশিক (৫), ফাতেমা (৮) ও অনিক (৮)। তাদের মধ্যে অনিকের অবস্থা গুরুতর। তার কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ রোববার সকাল সোয়া ৮টার দিকে থানার নওয়াপাড়ার সরদারপাড়ার আমির সরকারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
আহত চার শিশুকে প্রথমে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আমির সরদারের পুকুরপাড়ে তাল কুড়াতে যায় শিশুরা। এ সময় একটি পলিথিনের ব্যাগ দেখে তা খুললে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।