শার্শা সীমান্তে ৬ টন ভারতীয় জিরাসহ ট্রাক আটক

যশোরের শার্শা উপজেলার জামতলা এলাকা থেকে আজ শুক্রবার দুপুরে জব্দ করা ভারতীয় জিরা। ছবি : এনটিভি
যশোরের শার্শা উপজেলার জামতলা এলাকা থেকে আজ শুক্রবার দুপুরে ছয় টন ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছেন বিজিবি সদস্যরা।
২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ জিরা ট্রাকে করে ঢাকায় যাচ্ছে এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা জামতলা এলাকায় অভিযান চালান। সেখানে তাঁরা ট্রাকবোঝাই ছয় টন ভারতীয় জিরা আটক করতে সক্ষম হন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় চোরাচালানিরা।
আটক জিরার মূল্য ৩৫ লাখ টাকা বলে দাবি করেন বিজিবি কর্মকর্তা। তিনি জানান, আটক জিরা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হযেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।