নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় পুলিশের তদন্ত কমিটি
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় চার পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান ও ফিরোজ কবির এবং ডিআইও- ওয়ান আলতাফ হোসেন।
নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জানিয়েছেন, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত শুক্রবার রাত ১১টার দিকে সৈয়দপুর উপজেলার পোড়ারহাট থেকে সৈয়দপুর শহরে ফেরার পথে ঢেলাপীর রেলক্রসিং অতিক্রমকালে ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় সৈয়দপুর থানার একটি পিকআপভ্যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কনস্টেবল শামসুল হকের। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল মাইদুল ইসলাম, শরিফুল ইসলাম এবং শনিবার সকালে মারা যান ফারুক হোসেন। এ ছাড়া আহত হয়েছেন অপর সাতজন। এর আগে গতকাল শনিবার রেলওয়ে পাকশী বিভাগের উদ্যোগে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।