মানিকগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুরে আইনজীবী, চাকরীজীবী ও ব্যবসায়ীদের নামে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীরা। এ সময় বিক্ষোভকারীরা মামলা দায়েরকারী আবদুল হাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আজ রোববার দুপুর ২টায় উপজেলার মহাদেবপুর বাজারের মূল সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ ও বাজার ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মহাদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য খোরশেদ আলম, মহাদেবপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরু মাতব্বর, সহসাধারণ সম্পাদক আবদুর রহিম, স্থানীয় ব্যবসায়ী আজগর আলী, আবদুল বারেকসহ অন্যান্য ব্যবসায়ীরা। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন শেষে মামলা দায়েরকারী আবদুল হাইয়ের শাস্তি দাবি করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।
মহাদেবপুর বাজার ব্যবসায়ীরা জানান, সার ব্যবসা নিয়ে আবদুল হাইয়ের সঙ্গে বাজারের লাইসেন্সপ্রাপ্ত খুচরা সার ব্যবসায়ী আনিস উদ্দিনের বিরোধ চলে আসছিল। আনিসকে ব্যবসা থেকে সরাতে বিভিন্ন ধরনের পায়তারা করতে থাকে। এরই জের ধরে গত ৬ মাস আগে আনিসের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় সহযোগী হিসেবে মহাদেবপুর বাজারের সভাপতি ও কৃষি ব্যাংকের নৈশ প্রহরী মো. হায়দার আলীকেও আসামি করে।
এ ব্যাপারে আবদুল হাইয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দোকানের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে রাতের আধারে তাঁর বাড়িতে প্রবেশ করে মারপিট করে। এ ঘটনায় থানায় মামলা করেছেন। এটি কোনো মিথ্যা মামলা নয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আবদুল হাইয়ের সঙ্গে মহাদেবপুর বাজারে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। জমির বিষয়টি হাইকোর্টে চলমান থাকায় উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। আর সর্বশেষ দায়ের করা মারামারির মামলাটির তদন্ত চলছে।