শিশু নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় পার্টির মানববন্ধন

দেশে অব্যাহত শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার সুনামগঞ্জ শহরে মানববন্ধন করে জেলা জাতীয় পার্টি। ছবি : এনটিভি
দেশে অব্যাহত শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয় পার্টি। আজ মঙ্গলবার বেলা ১টায় পৌর শহরের আলতাফ স্কয়ারের সামেনে এই মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও জাতীয় পার্টির নেতা মনির উদ্দিন, সাইফুর রহমান, জসিম উদ্দিন, রশিদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে যেভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে তাতে সাধারণ মানুষ উদ্বিগ্ন। নারী-শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে দেশে নারী-শিশু নির্যাতন বন্ধ হবে না।