ভোলায় ট্রলিচাপায় শিশু নিহত, দুজন আটক
ভোলার দৌলতখানে মালবাহী একটি ট্রলির চাপায় মো. শাহিন (১২) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে দৌলতখান সরকারি বালন বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটিসহ চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
শাহীনের বাড়ি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঘোষেরহাটে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল কবির জানান, ১১টার দিকে বালন বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল শাহিন। এ সময় বেপরোয়া গতির ট্রলিটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে দৌলতখান হাসপাতালে পাঠিয়েছে।