ঘুমিয়ে ছিল মায়ের পাশে, লাশ মিলল পুকুরে
রাতে মায়ের পাশে ঘুমিয়ে ছিল আট মাসের এক শিশু। মধ্যরাতে ঘুম ভাঙলে মা দেখতে পান বুকের মানিক তাঁর পাশে নেই। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। রাত সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুণ্ড গ্রামে।
মৃত শিশুটির নাম মরিয়ম। সে হস্তিশুণ্ড গ্রামের ইমরান হোসেনের মেয়ে। ইমরান ঢাকায় কর্মরত।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম জানান, আট মাসের মেয়ে মরিয়মকে নিয়ে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে মা ঘুমিয়ে পড়েন। একই বাড়িতে দাদা, দাদি, চাচাও বসবাস করেন।
মরিয়মের মা ফাতেমা বেগমের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাতে ফাতেমা ঘুম থেকে উঠে দেখতে পান কক্ষের দরজা খোলা ও তাঁর মেয়ে মরিয়ম নেই। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি জানান, জমি-সংক্রান্ত বিরোধ সামনে চলে আসায় বুধবার সকালে শিশুটির দাদা নুরুল ইসলাম ও চাচা আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শিশুটির বাবার চাচাতো ভাই মাওলানা সেলিমের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে মরিয়মকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।