যমুনা ইলেকট্রনিকস কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরে সিনাবহ এলাকায় যমুনা গ্রুপের ইলেকট্রনিকস কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, কারখানার নিচতলার টেলিভিশন সেকশনে আগুন লাগে। মুহূর্তে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পাশের ফ্রিজ সেকশনে চলে যায়। এ সময় টিভি ও ফ্রিজ সেকশনে রাখা বিপুল পরিমাণ কেমিক্যালে আগুন লেগে যাওয়ায় তা ভয়াবহ আকার ধারণ করে।
খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন এনটিভিকে জানান, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে ।